সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ভারতীয় গরু, ফুসকা, চিনি ও সুপারি জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে জেলার বিভিন্ন উপজেলা সীমান্ত এলাকা থেকে চোরাই পণ্যগুলো জব্দ করা হয়। এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি জানায় বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, দোয়ারা বাজার উপজেলা সীমান্তের বাঁশতলা বিওপি জুমগাঁও থেকে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এছাড়াও তাহিরপুর উপজেলা সীমান্তের লাউরগড় যাদুকাটা নদী, চানঁপুরের বারেকটিলা, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর ও জেলার মাটিরাবন এলাকার থেকে মালিকবিহীন অবস্থায় ফুসকা, সুপারি এবং চিনি জব্দ করা হয়। যার সিজার মূ্ল্য ৫ লাখ ১৬ হাজার টাকা।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে ১৫ লাখ টাকা বেশি মালামাল জব্দ করা হয়। জব্দ মালামাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সুনামগঞ্জ ভারতীয় পণ্য জব্দ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh