গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর-ইটাখোলা সড়কের মৈশাইর এলাকায় ও গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে নরসিংদী থেকে শসাবোঝাই একটি পিকআপ গাজীপুর-ইটাখোলা সড়ক দিয়ে জয়দেবপুর দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছলে পিকআপটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
গত মঙ্গলবার রাতে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ঘোড়াশালগামী সিএনজি অটোরিকশার আলামিন নামে একযাত্রী নিহত হন। দুটি সড়ক দুর্ঘটনার ব্যাপারেই আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গাজীপুর কালীগঞ্জ সড়ক দুর্ঘটনা নিহত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh