আওয়ামী লীগের ‘অবৈধ প্রচারণা’ ও ‘নানামুখী ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গসংগঠনগুলো। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ মুক্তা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারিয়ে গেলেও নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা এতদিন নির্যাতনের শিকার হয়েছেন। গত ১৬ বছরে বিএনপির বহু নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। আমরা শুধু কথায় সীমাবদ্ধ থাকব না, এবার মাঠে নেমে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র প্রতিহত করব।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুবসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আওয়ামী লীগ ষড়যন্ত্র ঠাকুরগাঁও বিএনপি বিক্ষোভ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh