যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়া নিয়ে রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত নবীছদ্দিন গাজীর স্ত্রী। এ ঘটনার পর থেকে অভিযুক্ত অপু হোসেন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, নিহত রহিমা খাতুনের ছেলে (মিজানুর) প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবে। এই পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায়ই দুই পরিবারের মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার বৃদ্ধা রহিমা রান্না করার জন্য গাছ থেকে কলা আনতে গেলে পাওনা টাকা নিয়ে অপু ও রাহিমার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু বৃদ্ধা রহিমাকে মারতে মারতে পাকা রাস্তার ওপর ফেলে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই এলাকার বাসিন্দা ফিরোজা খাতুন জানান, তিনি দুপুরে রান্না করছিলেন। এসময় চেঁচামেচি শুনে তিনি বাইরে গিয়ে দেখেন, অপু পাকা রাস্তার ওপর ফেলে বৃদ্ধা রহিমাকে মারধর করছে। মাথায় আঘাত পেয়ে জ্ঞান রহিমা হারিয়ে ফেলেন। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে তিনি মারা যান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, লাশটি ময়নাদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তা গ্রহণ করা হবে। তবে হত্যার সঙ্গে জড়িতকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : যশোর শার্শা বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh