অভিনেত্রী শাওনের গ্রামের বাড়িতে আগুন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পত্নী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের‌ বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন তার বাবার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়।

শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী। তিনি জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এছাড়া শাওনের মা বেগম তহুরা আলী ১৯৯৬ -২০০১ এবং দ্বিতীয় দফা ২০০৯- ২০১৪ মেয়াদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগ থেকে সংরক্ষিত সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন।

সম্প্রতি অভিনেত্রী শাওনের বিভিন্ন মন্তব্য ও তার অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র বিতর্কের সৃষ্টি হয়। স্থানীয় ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে "স্বৈরাচারের দালালের প্রতীক" আখ্যা দিয়ে তার বাবার বাড়িতে হামলা ও আগুন দেয়।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলমসহ কয়েকজন জানান, সন্ধ্যার আগে নরুন্দি বাজারে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় ছাত্র-জনতা। পরে শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে দোতলা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় জনতা উল্লাস করতে থাকে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh