গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে নতুন প্রস্তাবিত নামের সাইনবোর্ড লাগিয়ে দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্কুলের সামনের ফটকে নতুন নামকরণের সাইনবোর্ডটি লাগিয়ে দেয়া হয়।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশীদের কাছে জানতে চাইলে তিনি সত্যতা শিকার করে বলেন, ৫ আগস্টের পর ইতিমধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সাইনবোর্ড আমরা সরিয়ে ফেলেছি।
তিনি আরো বলেন, সরকার থেকে নির্দেশনা আশা মাত্রই বঙ্গবন্ধু নামটি সকল জায়গা থেকে সরিয়ে ফেলা হবে।
এদিকে পলাশবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইউছুব মন্ডল উল্লাস বলেন, জুলাই আগস্ট বিপ্লবের পর ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের নামকরণের কোন প্রতিষ্ঠান এই নতুন স্বাধীন বাংলাদেশে থাকবে না আর কেউ যদি তা রাখার জন্য অপচেষ্টা করে তা আমরা কখনোই হতে দেবো না ইনশাআল্লাহ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh