ময়মনসিংহের গফরগাঁওয়ে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আছেন আরও একজন।
মদপানে মৃতরা হলেন- উপজেলার চর আলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে সুমন মিয়া (৩৫), একই ইউনিয়নের তামাদি পাড়া কিতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর উপজেলা সোহেলপুর গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে নিজাম উদ্দিন (৫০।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর একটার মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিক উদ্দিন হাসপাতালে দুইজন এবং গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার মোফাজ্জল হোসেন একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই শফিক উদ্দিন বলেন, মদপানে অসুস্থ দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহজনক মাসুদ মিয়া নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
উপ-সহকারী মেডিকেল অফিসার মোফাজ্জল হোসেন বলেন, রোগী বমি করছে বলে সুমন নামে একজনকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। একই সাথে সজিব (৩২) নামে আরও একজনকে নিয়ে আসে। সজিব এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে একই দিন ভোর রাতে বমি করা অবস্থায় আব্দুল জলিল ও নিজাম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুনেছি সেখানেও দুইজন মারা গেছেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, গতরাতে ব্রাহ্মণবাড়িয়ার নিজাম উদ্দিন ঢাকা থেকে এক বোতল মদ নিয়ে জলিলের বাড়িতে আসেন। সেখানে পাঁচ বন্ধু মিলে মদ পান করেন। মদপানের পর চারজনই অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকেন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুমন মারা যান। অপর দুইজন জলিল ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুরের দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh