সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ যমুনা টেলিভিশনের অফিস কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে একটি বৈষম্যমূলক কমিটি প্রকাশিত হয়েছে। যে কমিটিতে সজিব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ত্যাগী এবং বিপ্লবীদের বাদ রেখে কমিটি ঘোষণা করা হয়েছে। কোনো কিছু যাচাই-বাছাই না করেই কমিটি ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, নিহতের পরিবার, আহত ও প্রশাসনের কাছে শুনে কমিটি পুনরায় গঠন করতে হবে।’
তারা আরো বলেন, ‘রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয় মাহিন সরকার সার্বিক বিষয়ে অবহিত হওয়া সত্ত্বেও বৈষম্যমূলক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে কমিটি বিলপ্ত না হলে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি দেওয়া হবে। এ সময় নতুন কমিটি থেকে ৩০ জন সদস্য পদত্যাগ ঘোষণা দেন । শিগগির বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র পাঠানো হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য উপ-কমিটির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মেহেদী হাসান মুনতাসির, মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনজারুল ইসলাম, আবু হানিফ তালুকদার, রাজিতা ভূইয়া, পায়েল খান, আমানুল্লাহ আসিফসহ প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh