পঞ্চগড়ের দেবীগঞ্জে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে শালডাঙ্গা ইউনিয়নের বটতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ী এলাকার গোলাম মোস্তফা ও বিজয় চন্দ্র রায়।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অধিনায়ক মেজর ইশতিয়াক আমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদে মাদক পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিনব কায়দায় শরীরে লুকিয়ে রাখা ফেনসিডিল বহনের সময় দুজনকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পঞ্চগড় দেবীগঞ্জ মাদক কারবারি আটক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh