বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুই বারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। কিন্তু পতিত আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দ্বন্দ্বের কারণে প্রথমবার শিরোপা আসেনি বরিশালে। তাই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে সময়ক্ষেপণ করেনি তামিম ইকবালের নেতৃত্বাধীন টিম ফরচুন বরিশাল।
চিটাগাংকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার দুদিন পরেই শিরোপা নিয়ে আপন ভুবনে ফেরেন দলটির ফ্র্যাঞ্চাইজির মালিক ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান। তাও একটি নয়, দুই দুইটি শিরোপা নিয়ে বিমানে উড়ে ঐতিহ্যের ধান-নদী-খালের বরিশালে আসেন তারা।
সাথে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহামুদুল্লাহসহ টিমের সব খেলোয়াড়। তাই শিরোপা বিজয়ের আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় বরিশালের ক্রিকেট প্রেমী দর্শকদের।
চ্যাম্পিয়নদের নিয়ে দুপুরে বরিশালের ঐতিহাসিক বেল্স পার্কে আয়োজন করা হয় ট্রফি উন্মোচন, সংবর্ধনা এবং ব্র্যান্ড সঙ্গীত অনুষ্ঠানের। দুপুর আড়াইটায় অনুষ্ঠানের সময় নির্ধারণ থাকলেও চ্যাম্পিয়ন ট্রফি দর্শনের পাশাপাশি প্রিয় খেলোয়াড়দের দেখতে দুপুর ১২টার পর থেকেই বেল্স পার্কে ভিড় জমান ক্রিকেট প্রেমিরা। দুপুর আড়াইটা বাজতেই জনতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। ফরচুন বরিশাল, তামিম, মুশফিক এবং মাহামুদুল্লাহসহ চ্যাম্পিয়নদের নিয়ে স্লোগানে মুখোরিত হয় বেল্স পার্ক মাঠ।
এর আগে দুপুরে বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে এক জোড়া শিরোপা নিয়ে বরিশালে ফেরেন ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজের মালিক মিজানুর রহমান এবং অধিনায়ক তামিম ইকবালসহ দলের খেলোয়াড়রা। তাদের বহনকারী বিমান রহমতপুরে বরিশাল বিমানবন্দরে অবতরণের সাথে সাথে তামিম, মুশফিক ও মাহমুদুল্লাদের দেখে উল্লাসে মেতে উঠেন হাজারো সমর্থক। বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ফরচুন বরিশাল টিমের খেলোয়াড়রা।
পরে সমর্থকরা খেলোয়াড়দের বহনকারী বরিশাল টিমের বাসের সাথে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে নগরীতে প্রবেশ করেন। তাদের নিয়ে যাওয়া হয় নগরীর কাউনিয়া বিসিকে ফরচুন সু কারখানায়। সেখানে ঘুরে দেখেন খেলোয়াড়রা। সেই সুযোগে প্রিয় খেলোয়াড়দের সাথে ছবি এবং সেলফি তুলে মুহূর্তটাকে স্মরণীয় করেন ভক্তরা। এরপর খাওয়া দাওয়া। সবশেষ বিকেল ৫টার পর বেল্স পার্কের অনুষ্ঠানে অংশ নেন চ্যাম্পিয়নরা। বিমান থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত দুটি শিরোপা বহন করে নিয়ে যান ফ্র্যাঞ্চাইজের মালিকের দুই কন্যা। চ্যাম্পিয়নদের উপস্থিতির খবরে পুরো মাঠ স্লোগানে মুখোর হয়ে ওঠে।
এসময় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফ্র্যাঞ্চাইজের মালিক মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্টেজে।
ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজের মালিক মিজানুর রহমান এক সাক্ষাতকারে গণমাধ্যমকে বলেন, আমরা খুব আনন্দিত। একজোড় শিরোপা নিয়ে আমরা বরিশালে আসতে পেরেছি। চ্যাম্পিয়নদের বরিশাল ঘুরিয়ে দেখাতে পেরেছি। দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। ভবিষ্যতেও বিপিএলে থাকার কথা বলেন তিনি।
এদিকে, শুরুটা সুন্দর হলেও অনুষ্ঠানের পরিসমাপ্তিটা ছিল দুঃখজনক। কেননা উচ্ছ্বসিত ভক্তদের বাধভাঙা জোয়ার ছুটতে শুরু করে স্টেজের দিকে। একপর্যায় সৃষ্টি হয় তুমুল বিশৃঙ্খলা। মাঠের পেছনের দর্শকরা প্রিয় খেলোয়াড়দের দেখতে না পেরে ছুড়তে শুরু করেন জুতা, পানির বোতল। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। এতে স্টেজের সামনে থাকা সাংবাদিকসহ অসংখ্য দর্শক আহত হন।
পরিস্থিতি বেগতিক দেখে স্টেজ ছাড়েন চ্যাম্পিয়নরা। সেখান থেকেই গাড়ি ঘুরিয়ে রওয়ানা দেন ঢাকার উদ্দেশে। আয়োজনে ত্রুটি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা তৎপরতা বিশৃঙ্খলার মূল কারণ বলে মনে করছেন দর্শকরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বরিশাল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh