তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে 'জাগো বাহে তিস্তা বাঁচাই' শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলন ওই পদযাত্রার আয়োজন করে। 

জেলা শহরের রেলওয়ে স্টেশন রোড থেকে  পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মিশনমোড়ে এসে শেষ হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ওই পদযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় তিস্তা নদী খনন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি করেন বক্তারা। 

এসময় দাবি আদায়ে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর এবং গাইবান্ধা জেলাসহ ১১টি স্থানে একই সময়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh