কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় পর্যটকদের ছিনতাইকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ও বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা ও বর্তমান কক্সবাজার শহরের পাহাড়তলীর বাসিন্দা শামসুল আলমের ছেলে মনসুর আলম (২২), কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনার মৃত নুর মোহাম্মদ মো সোহেল (২০) এবং চকরিয়া উপজেলার কচপাড়ার সৈয়দ আলমের ছেলে নুরুল আলম (২৬)। কক্সবাজার পৌরসভার বাদশার ঘোনা ৯নং ওয়ার্ডের বাসিন্দা কোরবান আলীর ছেলে দ্বীন ইসলাম (২০) এবং পৌরসভার ১২ নং ওয়ার্ডের মৃত জহির আলমের ছেলে ইদ্রিস (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি জানান, ছিনতাইকারীরা একদল পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়৷ খবরটি পাওয়ার সাথে সাথে দ্রুত অভিযান চালায় ট্যুরিস্ট পুলিশের টিম। পৃথক অভিযানে ৫ জন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাইকৃত একটি মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার সমুদ্রসৈকত ছিনতাইকারী গ্রেপ্তার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh