আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্না ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডারে নিহত হয়। তারই আপন ভাগিনা পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
বিষয়টি সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান হোসেন।
জানা গেছে, গতকাল রবিবার রাতে পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে ডিবি পুলিশ লাইকুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে কাউখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার বেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় গত ২০২৪ সালের ৬ নভেম্বর বিএনপির একটি প্রোগ্রামের পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার ছিঁড়ে ফেলে এবং পোস্টার লাগাতে বাধা দেয়।
এ সময় তারা পোস্টার লাগাতে থাকা বিএনপির কর্মীদের উপরে হামলা করে। এ ঘটনায় মামলা হলে সেই মামলায় পুলিশ উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে পিরোজপুর আদালতে প্রেরণ করেন।
কাউখালী থানার ওসি সোলায়মান হোসেন জানান, বর্তমানে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলছে তাই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh