চট্টগ্রামে একুশের আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ

চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালের দিকে এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন। তবে দুপুরের আগেই অনুষ্ঠান শেষ না করেই মাঝপথে তা বন্ধ করে দেওয়া হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নগর সভাপতি মুসা বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে নেতাকর্মীরা আবৃত্তি অনুষ্ঠানটি বন্ধ করে দেন। 

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের কয়েকজন জানান, আবৃত্তি অনুষ্ঠান শুরুর পর একটি কবিতায় বঙ্গবন্ধুর নাম উচ্চারণের পর জাসাসের নেতাকর্মীরা হইহুল্লোড় শুরু করেন। একপর্যায়ে তারা এর প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এ সময় এমন কবিতা পড়ার জন্য এক আবৃত্তিশিল্পীকে হেনস্তাও করা হয়। কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতাটির কয়েকটি লাইনে বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, সাতই মার্চ, মাওলানা ভাসানীর মতো কিছু শব্দ ছিল। এই লাইনগুলো পড়ার পর মঞ্চের উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে জাসাসের নেতাকর্মীরা এসে এর প্রতিবাদ জানান। কবিতাটি যিনি পড়েছিলেন তাকে উনারা হেনস্তা করেন। তাকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে জাসাসের নগর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, আবৃত্তির আড়ালে অনুষ্ঠানটিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলছিল। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে প্রশাসন অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। 

তিনি বলেন, একটি গোষ্ঠী এখনও পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে কবিতায় তারা বলেছিল- ‘একাত্তর ভুলে গেছি, মুক্তিযুদ্ধ ভুলে গেছি।’ আমরা প্রথমে তাদের এমন কবিতার ব্যাপারে নিষেধ করি। বিষয়টি বুঝতে পেরে ওই কবিতা পাঠ করা ছেলে আমাদের কাছে ক্ষমা চেয়েছে। 

অনুষ্ঠান আয়োজকদের একজন নরেন আবৃত্তি একাডেমির মিশফাক রাসেল জানান, আবৃত্তিশিল্পী এমন কবিতা পড়বেন, তা আমরা জানতাম না। ওই কবিতার কয়েকটি লাইন পড়ার পর কয়েকজন এসে প্রতিবাদ জানান। এ কারণে মাঝপথে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, অনুষ্ঠানে একটি কবিতা আবৃত্তির মধ্যে শেখ মুজিবুর রহমানসহ কয়েকটি নাম বলেছে বলে আমাদের জানানো হয়। পরে আমাদের একটি টিমকে সেখানে পাঠানো হয়। সেখানে পুলিশের একটি টিম যাওয়ার আগেই নাকি অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি নগরের সিআরবিতে বসন্ত উৎসবের অনুষ্ঠানের অনুমতি মাঝপথে বাতিল করে দেওয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh