বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ৩

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মেইল বাসস্ট্যান্ডে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- মোজাহার ইসলাম, সাদিকুল ও শহিদুল ইসলাম। তাদের বাড়ি আদমদীঘি উপজেলায়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতেরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এসময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা যায়নি। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh