নাটোরে চারটি হত্যাসহ ১৩ মামলার আসামি যুবলীগ নেতা শফিকুল ইসলাম কালিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ মার্চ) রাতে তাকে জেলা শহরের হরিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফিকুল ইসলাম কালিয়া সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি ৫ নম্বর বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওসমান গণি ভূইয়ার ছেলে।
সদর থানার ওসি মাহবুব রহমান জানান, রাতে শহরের হরিশপুর এলাকায় একটি বিলে অভিযান চালায় পুলিশ। এ সময় কালিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা, চাঁদাবাজি ও দখলবাজিসহ ১৩টি মামলা রয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : যুবলীগ নেতা গ্রেপ্তার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh