গ্রেপ্তার করায় ওসির বাড়ি থেকে গরু লুট

চোর সন্দেহে একজনকে গ্রেপ্তার করায় ওসির গ্রামের বাড়ি থেকে গরু লুটের ঘটনা ঘটেছে। ওই বাড়ি থেকে দুর্বৃত্তরা দুটি গরু লুট করে নিয়ে যায়।

রবিবার গভীর রাতে কক্সবাজারের পেকুয়ায় চট্টগ্রামের চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানার ওসি জাহেদুল কবির। তার ছোট ভাই মনিরুল কবির রাশেদ একজন খামারি। সম্প্রতি চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের ‘গরু চোর সিন্ডিকেটের’ প্রধান চকরিয়ার সাহারবিলের ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তার করেন ওসি জাহেদুল কবির। এর জেরে নবী হোছাইনের অনুসারীরা ওসির গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে নগরীর চকবাজার থানার ওসি জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্যের জন্য পেকুয়া থানায় যোগাযোগের পরামর্শ দেন।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, “চোর ধরতে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।”

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh