রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেখান থেকে গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুকে পেইজে এ তথ্য জানানো হয়েছে।
এদিন ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউখালী এলাকায় ইউপিডিএফের (প্রসিত খীসা) শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তারা একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আস্তানা থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত ১৭ রাউন্ড গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ইউপিডিএফ তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড়ি মহিলাদের দিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করে।
কিছুদিন আগে কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের চালান পার্শ্ববর্তী দেশ থেকে এ দেশে আসার পথে সেই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আটক হয়। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল।
পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি দেওয়া সব সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
তবে এ ঘটনায় নিজেদের কোনো বক্তব্য জানায়নি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাঙ্গামাটি ইউপিডিএফ গোপন আস্তানা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh