পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেম সংক্রান্ত ঘটনায় নাদিম নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার পচ্চিম বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাদিম পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নাদিম বোনের বাড়িতে বেড়াতে আসেন। তার দুলাভাই দেলোয়ার মির সেহেরি খেয়ে স্থানীয় একটি ইটের ভাটায় কাজের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় নাদিমকে ঘরের পাশে একটি বাকা গাছের সঙ্গে ওড়না পেচানো অবস্থায় মাটিতে হাটু গেরে ঝুলানো দেখতে পান।
স্থানীয় বাসিন্দা মো. রাসেল হোসেন বলেন, শুনেছি বাড়ির পাসে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে। রাতেও ওই মেয়েটির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছে নাদিম। আত্মহত্যা নাকি হত্যা বোঝা যাচ্ছে না।
বালিপাড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রিয়াজ বয়াতি বলেন, ওই ছেলে এবং স্থানীয় একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয় আমি গ্রাম্য সালিশ করেছি। বিয়ের জন্য তাদের দুই পরিবারের সম্মতি ছিল। তবে ছেলে-মেয়ে উভয়ের বয়স না হওয়ায় বিয়ে দিতে পারিনি।
ছেলেটি কিভাবে মারা গেছে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি আত্মহত্যা করেছে। তবে সঠিক কারণ জানা নেই।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর আসল রহস্য মর্গের রিপোর্ট পেলে জানা যাবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh