নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন শিশু চুরি হয়েছে। দুই মাস সাত দিন বয়সী ওই ছেলে শিশুটিকে সাত ঘণ্টায়ও উদ্ধার করতে পারেনি পুলিশ।
শনিবার দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চুরি হওয়া শিশু আব্দুর রহমানকে নিয়ে তার মা জান্নাতুল ফেরদৌস বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সঙ্গে ছিলেন ওই শিশুর নানি তাজনাহার বেগম। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশুকে নিয়ে সিরিয়ালে দাঁড়ান। ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরা একজন অপরিচিত নারী (যার সঙ্গে ৬/৭ বছরের একটি মেয়ে আছে) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। তিনি সরল মনে তার শিশুকে অপরিচিত নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে তিনি ওই নারীসহ তার শিশুকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে পুলিশে জানান।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “চুরি হওয়া শিশুর এখনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বাচ্চাটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh