পঞ্চগড়ে সীমান্তে বিএসএফের গুলিতে ৩৬ বছর বয়সী আল আমিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার ভোরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন একই উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, আল আমিনসহ কয়েকজন যুবক ভারত থেকে গরু আনতে সীমান্তে যায়। অনুপ্রবেশের চেষ্টা করলে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহল দল গুলি চালায়। এতে আল আমিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সকালে সীমান্তের প্রায় ৫০ গজ ভেতরে ভারতের আবালুপাড়া এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
বিজিবি জানায়, ভিতরগড় বিওপির টহল দল বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে। তবে বিএসএফের দাবি, প্রায় ১৫-২০ জন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। তখন একজনের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যকে দা দিয়ে আঘাত করা হয়। এতে আত্মরক্ষার্থে তারা গুলি চালালে আল আমিন নিহত হয়।
বিজিবি আরও জানায়, দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিএসএফ গুলি বাংলাদেশি নাগরিক নিহত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh