কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম- মোহাম্মদ রফিক। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ এর বাসিন্দা শামসুল আলমের ছেলে।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট বি-৬১ ব্লকে এ ঘটনা ঘটে।
বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে রফিক নিহত হন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। তারা হলেন- মোতালেব ও জুনায়েদ।
বর্তমানে ক্যাম্প অভ্যন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোলাগুলির পর ক্যাম্প পুলিশ ও রোহিঙ্গাদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কায়সার রিজভী কোরায়েশী বলেন, দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh