টেকনাফে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের সাতদিন পর গহীন পাহাড় থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৩টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকাসংলগ্ন গহীন পাহাড় থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ রিদুয়ান টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার চান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রিদুয়ান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ডাকাতি ও অপহরণসহ নানা অভিযোগে ৯টির বেশি মামলা রয়েছে।

স্থানীয়দের বরাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘দুপুরের দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকাসংলগ্ন পাহাড়ে স্থানীয় এক রাখাল বালক গরু চড়াতে যায়। এ সময় রাখাল বালকটি ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে উৎস খুঁজতে অর্ধগলিত একটি মৃতদেহ দেখতে পায়। পরে বিষয়টি সে স্থানীয় এলাকাবাসীকে জানায়। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় ওই মৃতদেহটি উদ্ধার করে।

নিহতের ভাই ফিরোজ মিয়া বলেন, একই এলাকার ছৈয়দ হোসেনের পরিবারের সঙ্গে তাদের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। এ বিরোধের জেরে গত ২ মার্চ তার ভাই রিদুয়ানকে প্রতিপক্ষের লোকজন তুলে নিয়ে যায়। সেই থেকে ভাই নিখোঁজ ছিল। 

তিনি অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে রিদুয়ানকে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করতে থানায় এজাহার দিয়েছিলেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে রবিবার দুপুরে আদালতে মামলা দায়েরের প্রস্তুতির সময় তার ভাইয়ের মরদেহ উদ্ধারের খবর পান।

ওসি গিয়াস উদ্দিন জানান, রিদুয়ান একজন চিহ্নিত অপরাধী। সে ডাকাত ও অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও অপহরণসহ নানা অভিযোগে থানায় ৯টির বেশি মামলা রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh