রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০২:৩৭ পিএম
আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০২:৪৮ পিএম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম- মংরি রাখাইন।
শুক্রবার দুপুরে জেলা শহরের ১ নম্বর ওয়ার্ড গীতাশ্রম কলোনি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার এসআই ক্য লাহ্ চিং মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
মংরি রাখাইনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায়। তিনি ব্যবসায়িক কারণে রিজার্ভ বাজার নাপ্পিঘাটা এলাকায় বসবাস করতেন।
এসআই ক্য লাহ্ চিং মারমা বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাঙ্গামাটি কাপ্তাই হ্রদ মরদেহ উদ্ধার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh