নড়াইলে ফেনসিডিল মামলায় আব্দুল মোতালেবকে (৬৭) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মুহাম্মাদ শাহিনুর রহমান এ আদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুল মোতালেব গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের উত্তরপাড়ার আবুল কালাম শেখের ছেলে। রায় ঘোষণার সময় আব্দুল মোতালেব আদালতে উপস্থিত ছিলেন না।
নড়াইলের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, গোপন সংবাদে ২০১২ সালের ১০ জানুয়ারি দুপুরে নড়াইল শহরের রূপগঞ্জ গোডাউন এলাকা থেকে আব্দুল মোতালেবের হাতে থাকা চুড়ি, ফিতা ও কসমেটিক্সের বাক্সের ভেতরে লুকিয়ে রাখা ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল সার্কেলের সদস্যরা। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করেন সংস্থাটির নড়াইল সার্কেলের তৎকালীন পরিদর্শক মোহাম্মদ আলী শেখ। আসামি মোতালেবকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নড়াইল মামলা যাবজ্জীবন কারাদণ্ড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh