ঠাকুরগাঁওয়ে অপহরণকারীর বাড়ি গুঁড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ঠাকুরগাঁওয়ে অপহরণের পর হত্যার ঘটনায় এবার অপহরণকারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার সকালে অপহরণকারী সেজান আলীর বাড়িতে প্রথমে আগুন দেওয়া হয়। এরপর গুড়িয়ে দেওয়া হয় তার বাড়ি।

গত ২৩ ফেব্রুয়ারি প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণ হন কলেজ শিক্ষার্থী মিলন হোসেন। এরপর ২৫ লাখ টাকা মুক্তিপণ নিয়েও তাকে হত্যা করা হয়েছে।

পরিবার জানায়, ঘটনার দিন রাত ১টার দিকে অপহরণকারীরা ফোন দিয়ে প্রথমে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তা ধাপে ধাপে ২৫ লাখ টাকায় গিয়ে ঠেকে।

মিলনের বাবা পানজাব আলী জমি বিক্রি ও ধারদেনা করে টাকা জোগাড় করেন এবং ৯ মার্চ রাতে অপহরণকারীদের হাতে ২৫ লাখ তুলে দেন।

পুলিশের তদন্তে উঠে আসে দুইজন সন্দেহভাজনের নাম। তাদের একজন সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার কথিত সাংবাদিক মো. সেজান আলী। গ্রেপ্তারের পর তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।

সোজনের বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সেজান আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী।

ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশিদ বলেন, "অপহরণকারীরা মিলনকে হত্যা বিষয়টি স্বীকার করেছে। স্থানীয়দের সামনেই আমরা লাশ উদ্ধার করেছি।এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

 


 


 


 


 


 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh