শাক তুলতে গিয়ে শিশুর মরদেহ মিলল পুকুরে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার রাত আটটার দিকে বাহারছড়া গ্রামের ৬ নং ওয়ার্ড এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে৷

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি মো. মছিউর রহমান।

নিহতরা হলো- বাহারছড়া গ্রামের মনজুর আলমের মেয়ে মরিয়ম (১০), ইউছুফ নবীর মেয়ে আসমাউল হোসনা রিয়া মনি (৮) এবং জাফর আলমের মেয়ে তসলিমা আক্তার (৯)।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে শাক তোলার জন্য দলবেঁধে হাঙ্গর খালের পশ্চিম মাথা সংলগ্ন পুকুরে নামে তিন শিশু। পুকুরে পানির গভীরতা বেশি হওয়ায় তারা আর উঠতে পারেনি। সেখানেই ডুবে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। সন্দেহ হওয়ায় পুকুরে জাল ফেললে তিন শিশুর মরদেহ উঠে আসে।

স্থানীয় জনপ্রতিনিধি আলমগীর তাজ জনি জানান, একই গ্রামের তিন শিশুর এমন মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান জানান, মরদেহ তিনটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh