চীনা দূতাবাসের ঈদ উপহার পেল রোহিঙ্গারা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের সহায়তায় বিভিন্ন অনুদান সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (৩০ মার্চ) সকালে উথিয়ার বালুখালী ৯ নাম্বার ক্যাম্পে এ অনুদান বিতরণ করে এএসপি ফাউন্ডেশন।

ঈদ মুসলিম উম্মাহর বিশেষ ধর্মীয় উৎসব ও পবিত্র দিন। তাই শুভেচ্ছা হিসেবে রোহিঙ্গাদের ঈদ উপহার বিতরণ করা হয়।

বাংলাদেশের বেসরকারি সংগঠন এএসপি ফাউন্ডেশনের (আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশন) মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পের বসবাসরত শরণার্থীদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার পেয়ে রোহিঙ্গা শরণার্থী আবদুল্লাহ বলেন, আমরা পরিবার পরিজন নিয়ে প্রচণ্ড মানবেতর জীবন যাপন করছ । এ অবস্থায় এই ঈদ সামগ্রী আমাদের জন একটা বড় আশীর্বাদ।

ঈদ সামগ্রী বিতরণ করেন এএসপি ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. মনজুর কাদের।

মনজুর কাদের বলেন, রোহিঙ্গা শরণার্থীদের বন্ধু হিসেবে চীনা দূতাবাস সহযোগিতা ও ব্যবহারিক বন্ধুত্বের প্রকাশ ঘটাতে উদ্যোগী হয়েছে। চীনের পক্ষ থেকে এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এই সামগ্রী বিতরণ করছি যা রোহিঙ্গাদের ঈদ উদযাপনে সহায়ক ভূমিকাপালন করবে। বাংলাদেশ সবসময় আশা করে চীন পাশে থাকবে। 

একই সাথে রোহিঙ্গা শরণার্থী মুসলিম বন্ধুদের আনন্দময় ঈদ উৎসবের আগাম শুভেচ্ছা জানান তিনি।

এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোশাররফ খান বাদল, শরণার্থী ক্যাম্প ইনচার্জের প্রতিনিধি ও রোহিঙ্গা জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh