ঢাকার ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে একটি কারখানা থেকে ডাকাতরা ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি কারখানাটির পরিচালকের।
সোমবার রাত ৩টার দিকে সুতিপাড়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় কারখানা মালিক মো. ওসমান মাহমুদ ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
কারখানাটির পরিচালক ওসমান মাহমুদ বলেন, ভোর রাতে সাত থেকে আট সদস্যের একদল অস্ত্রধারী ডাকাত তার কারখানার টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় কারখানাটির নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত পা-মুখ বেধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্তে চেষ্টা চলছে।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ধামরাই কারখানার মালামাল লুট
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh