নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম
আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০২:০৮ পিএম
ফরিদপুরে মাদারীপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে দুই জন নারী এবং তিন জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় পাওয়া না গেলেও দুই জন একই পরিবারের সদস্য আছেন বলে বাসের এক যাত্রী জানান।
ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস বলেন, ফরিদপুর থেকে একটি বাস মাদারীপুর যাচ্ছিল। বেলা ১১টার দিকে বাখুন্ডা জোবায়দা করিম জুট মিলের পাশে আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
এতে পাঁচজন নিহত এবং ৩০ জনের মতো আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর সড়কটি দিয়ে যান চলাচল বিঘ্নিত হয়। কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh