শিক্ষার্থীদের সৎ হওয়ার পরামর্শ দিলেন এনসিপি নেতা হাসনাত

শিক্ষার্থীদের সৎ ও ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি-অপরাধ না করার চর্চাগুলো এখন থেকেই শুরু করতে হবে বলে জানিয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে এসব মন্তব্য করেন। 

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ১৬ বছর দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালতে ঘুষ, দুর্নীতি একটি প্রথা হয়ে গিয়েছিল। মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা এসব কাজ করছে তারা কিন্তু একটা সময়ে আজকে তোমরা যেখানে বসেছো সেখানে বসেছিল।

কোনো শিক্ষক তার ছাত্রদের অন্যায় শিক্ষা দেয় না জানিয়ে তিনি বলেন, 'তোমরা যারা এখানে আছো তোমাদের নিজেদের আগে দুর্নীতি মুক্ত হয়ে সৎ মানুষ হতে হবে। যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা বিষয় না কিন্তু আগে নিজেদের ভালো মানুষ হতে হবে।'

এনসিপির এই নেতা আরো বলেন, আমাদের দেশে যারা দুর্নীতিবাজ আছে তারা কিন্তু শিক্ষিত, বেস্ট রেজাল্ট, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন। কিন্তু সঠিক শিক্ষা না পাওয়ায় তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে।

একজন রিক্সাওয়ালা চাইলেও পদ্মাসেতুতে দুর্নীতি করতে পারবে না জানিয়ে হাসনাত বলেন, কারণ তার কাছে সে সুযোগ নেই। সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতি না করা কিন্তু সমান নয়। যে সুযোগ পেয়েও দুর্নীতি করে না তারাই সমাজের বেস্ট পারসন। দুর্নীতি-অপরাধ না করার ছোট ছোট চর্চাগুলো তোমাদের এখন থেকেই শুরু  করতে হবে।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh