ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় বিএনপির দুই পক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার পাকা গ্রামে এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও কোনো মামলা হয়নি।”

পুলিশ জানায়, সাবেক যুবদল নেতা আব্দুল কাদের ও জেলা বিএনপির সহসভাপতি সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন থেকেই বিরোধ চলছিল।

সন্ধ্যায় আব্দুল কাদেরের বাড়ি স্থানীয় বিএনপির নেতা তৌফিকুর রহমান, শফিকুল ইসলাম ও ইদ্রিস আলী দাওয়াত খেতে ঘোড়শাল বাজারে গেলে সুবিদ চেয়ারম্যানের লোকজন তাদের ওপর চড়াও হয়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। যার জেরে রাতে সুবিদ চেয়ারম্যানের লোকজন কাদেরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh