মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি চারটি মামলায় জামিন আবেদন নিয়ে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ চারটি মামলায় তিনি এত দিন উচ্চ আদালতের জামিনে ছিলেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাকে সরাসরি কারাগারে পাঠানো হয়।”
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন খান বলেন, “গোলাম মহীউদ্দীনকে অন্যান্য আসামিদের তুলনায় ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। অতীতে স্বৈরাচারী সরকারের সময় আমাদের ভুয়া মামলায় গ্রেপ্তার করে দীর্ঘসময় গারদে রাখা হতো। অথচ তাকে গারদখানা পর্যন্ত দেখানো হয়নি।”
তিনি অভিযোগ করেন, গোলাম মহীউদ্দীনের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে পুলিশ সদস্যরা এমন আচরণ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মানিকগঞ্জ আওয়ামী লীগ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh