পাঁচ ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচটি মাছ ধরার ট্রলার নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে দুটি ট্রলারে ১১ জন জেলে অপহরণ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাকি তিন ট্রলারের মালিক ও জেলেদের তথ্য জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলার ইউএনও শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা করা হবে।”

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, মাছ শিকারের সময় হঠাৎ আরাকান আর্মি এপারে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘাটে পাঁচটি মাছ ধরার ট্রলার নিয়ে যায়। সেখানে আমার ট্রলারও রয়েছে।

কিছুদিন পরপর এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh