ঝিনাইদহে ইসরায়েলি পণ্য ‘নিষিদ্ধ’

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ ও পণ্য নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর গোয়ালপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে ব্যবসায়ী ও স্থানীয়রা।

বিক্ষোভে ‘বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’-সহ নানা স্লোগান দেওয়া হয়।

ঝিনাইদহে যে সকল ইসরায়েলি পণ্য আছে তা সরিয়ে ফেলতে বলা হয়েছে। বাজারে কোনো ইসরায়েলি পণ্য বিক্রি হবে না এমন হুঁশিয়রি দিয়ে মিছিলটি ঝিনাইদহ মাগুরা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এর আগেও নানা সময় বাংলাদেশে কথিত ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই বহুজাতিক এমনকি অনেক দেশীয় কোম্পানির সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অভিযোগ তুলে সেগুলো বর্জন অথবা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে।

৮ এপ্রিল ইসরায়েলবিরোধী বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দিনভর সিলেট, কক্সবাজার, গাজীপুর, খুলনা, কুমিল্লা, বগুড়াসহ বিভিন্ন শহরে কেএফসি, বাটা, ডমিনোস পিৎজা, ইউনিমার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চলে। বিভিন্ন রেস্তোরাঁয় হামলা চালানো হয় কোমল পানীয় কোকাকোলা রাখার কারণেও।

বিক্ষোভে দেশের যে সব দোকানে বা মার্কেটে ইসরায়েলের পণ্য বিক্রি করা হবে সেগুলোকে নিষিদ্ধ করা ও কোনো প্রকার দোকানে হামলা ভাঙচুর না করার আহ্বানও জানানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh