কুষ্টিয়ায় বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকালের দিকে সদর উপজেলার বটতৈলের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আরদেশ আলী এই তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- দুর্বাচারা গ্রামের নয়ন ইসলাম ও মধুয়া এলাকার রনি ইসলাম। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মিজানুর রহমান আহত হয়েছেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব জানান, কুষ্টিয়া শহরের কিয়াম মেটাল ইন্ড্রাস্ট্রিজে চাকরি করতেন নয়ন, রনি ও মিজানুর।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরদেশ আলী বলেন, “সকালে দুর্বাচারা থেকে এক মোটরসাইকেলে কর্মস্থল আসছিলেন তিনজন। বটতৈল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। আহত মিজানুরকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কুষ্টিয়া নিহত বাস-মোটরসাইকেল সংঘর্ষ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh