নেত্রকোণার মদন উপজেলায় ছাগলের ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইমাম হোসেন নামে এক কৃষক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হন নারীসহ অন্তত ১৮ জন।
শনিবার সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন আখাশ্রী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, লাশ এখনো ময়মনসিংহ মর্গে রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, আখাশ্রী গ্রামের কৃষক সোনাতন মিয়ার একটি বোরো ক্ষেতের ধান খাচ্ছিল একই গ্রামের আকবর মিয়ার ছাগল। এ নিয়ে শনিবার বিকালে দুই কৃষকের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষের পর ইমাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতে সেখানেই মারা যান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh