পহেলা বৈশাখে মেলায় ঘুরতে নিয়ে লাকি বেগম ফুন্নি নামে এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
সোমবার রাত নয়টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর হাফেজ মহিউদ্দিনের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী সাকিবকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন।
নিহত লাকি বেগম স্বামীর সঙ্গে নোয়াখালী মেডিকেল কলেজ এলাকা বেদে পল্লীতে থাকতেন।
পুলিশ জানায়, এক বছর আগে লাকির সঙ্গে সাকিবের বিয়ে হয়। লাকি অন্তঃসত্ত্বা ছিলেন। পারিবারিক কিছু বিষয় নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে মনমালিন্য চলছিল।
সোমবার বিকেলে লাকিকে পহেলা বৈশাখের মেলায় নিয়ে যাওয়ার কথা বলে সাকিব। সন্ধ্যায় মেডিকেল কলেজে এলাকা থেকে দুজনে একসঙ্গে একলাশপুর মেলায় যায়। কিছুক্ষণ ঘোরাঘুরির পর দুজন নাগরদোলায় ওঠেন। নাগরদোলার চূড়ায় ওঠার পর ছুরি দিয়ে লাকির গলা কাটে সাকিব।
বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন সাকিবকে আটক করে মেলায় কর্তব্যরত পুলিশের হাতে সোপর্দ করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি লিটন দেওয়ান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মরদেহ উদ্ধার হত্যা হাসপাতাল পুলিশ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh