ভারতের উজানে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পাহাড়ি ঢলের আশঙ্কায় দ্রুত হাওরের পাকা ধান কাটতে কৃষকদের অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। একইসঙ্গে বোরো ধান ঘরে তোলার আগ পর্যন্ত জেলা প্রশাসন, পানি উন্নয়নবোর্ড ও কৃষি বিভাগের সব কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ডা. মোহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের বলেন, আমরা আবহাওয়া পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য পেয়েছি আগামী ১৮ এপ্রিলের পর থেকে ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টিপাতসহ সুনামগঞ্জে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদনদীর পানি বেড়ে পেয়ে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, এতে আতঙ্কিত না হয়ে হাওরের পাকা ধান যেনো বিলম্ব না করে কেটে নেওয়া হয়। ধান কাটতে শ্রমিকের সংকট দেখা দিলে ছাত্র প্রতিনিধিরা জানিয়েছে তারা তথ্য পেলে সহযোগিতা করবেন।
জেলা প্রশাসক জানান, কৃষি বিভাগ কৃষকদের সেবায় সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ফসলরক্ষা বাঁধে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট পিআইসিদের নির্দেশনা দেয়া আছে। সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফা ইকবাল আজাদ প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পাহাড়ি ঢলের আশঙ্কা সুনামগঞ্জ বন্যার শঙ্কা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh