নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রাক। এতে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ধাক্কা দেওয়া ট্রাকটির চালকের সহকারী সজিব এবং চালকের বন্ধু সাকিব। আহত হয়েছেন চালক। তার নামপরিচয় জানা যায়নি।
বুধবার ভোর সাড়ে চারটার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের নাজিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। আর সাকিব কেন্দুরবাগ এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে লক্ষ্মীপুর থেকে বালুবোঝাই করে আসা একটি ডাম্প ট্রাক (ঢাকা মেট্রো-চ ১৩৫২৮৯) নাজিরপুর এলাকায় এসে দাঁড়ায়। ভোর সাড়ে চারটার দিকে একইদিক থেকে বালু নিয়ে আসা অন্য একটি ডাম্প ট্রাক (নাম্বার ঢাকা মেট্রো-ট ২৪১২৮৫) পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। উল্টে খাদে পড়ে যায় দাঁড়িয়ে থাকা ট্রাকটি।
দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া গাড়িটির ভেতরে আটকা পড়েন সজিব ও সাকিব। আহত হন গাড়িটির চালক। দুর্ঘটনার পর তিনি ট্রাকটি থেকে বেরিয়ে যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় খাদে পড়ে যাওয়া ট্রাকটির সামনের অংশ কেটে ভেতরে আটকে থাকা দুজনকে উদ্ধার করে। এরপর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত সজিব ট্রাকটির চালকের সহকারী আর সাকিব চালকের বন্ধু ছিল বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে বলে ওসি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh