নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার দিবাগত রাতে বাংলা বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
আগুনে একটি টিনশেড পাকা ঘর, একটি মোটরসাইকেল, বেশ কিছু প্রতিমা ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
ঢাকায় নববর্ষের আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় অনেকের ধারণা।
এ প্রসঙ্গে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, “শেখ হাসিনার মোটিভ তৈরির পর থেকেই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হুমকি পাচ্ছিলাম। “ এই মুহূর্তে আমি পুরো পরিবারসহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে গতকাল রাতে সদর থানায় একটি জিডিও করেছি। এখন আমি সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা।
ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় অনেকে ধারণা করছেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, “তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মানিকগঞ্জ আগুন বাড়িতে আগুন আইনশৃঙ্খলা বাহিনী
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh