Logo
×

Follow Us

শিক্ষা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম পুনর্গঠনে নতুন টিম গঠন

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ২০:৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম পুনর্গঠনে নতুন টিম গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করতে নতুন চারটি টিম গঠন করা হয়েছে। ৩১ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

আজ সোমবার (১৯ আগস্ট) বিকেলে অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথোরাইজেশন নামে ৩১ জন বিশিষ্ট এই চারটি টিম গঠন করে একটি বিবৃতি দেওয়া হয়৷

বিবৃতিতে বলা হয়েছে, এই টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সকল কমিটি পুনর্গঠন করা হবে। শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথোরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫