জবিতে ‘লাল জমিন’ নাটক মঞ্চায়ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ ‘লাল জমিন’ নাটক মঞ্চায়ন করা হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হয়। 

শূন্যন রেটার্টরী থিয়েটারের প্রযোজনায় জনপ্রিয় নাট্যকার মান্নান হীরা রচিত একক অভিনীত নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী এবং অভিনয়ে ছিলেন স্বনামধন্য অভিনেত্রী মোমেনা চৌধুরী।

ওই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক ‘লাল জমিন’ নাটকটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে দেশে-বিদেশে, বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজে প্রদর্শনী হচ্ছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাটকটির মঞ্চায়ন হলো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //