তিন দফা দাবিতে ফের কর্মবিরতিতে ইবি কর্মকর্তারা

বেতন স্কেল ও চাকরির বয়সসীমা পুনঃনির্ধারণসহ তিন দফা দাবিতে আবারো কর্মবিরতি পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে প্রশাসন ভবন চত্বরে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে কর্মবিরতি শুরু করেন তাঁরা।

ওই সময় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা ও সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানের নেতৃত্বে সহ-সভাপতি একেএম শরীফুদ্দিন, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহানুর আলমসহ বিভিন্ন অফিসের প্রায় দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শামসুল ইসলাম জোহা বলেন, ‘দাবি আদায়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মাঠে নামতে বাধ্য করেছে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ কর্মবিরতির পাশাপাশি আমরা প্রতিবাদ সভাও করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘অফিস সময় কমানো কখনোই সম্ভব না। কেননা অফিসের সময় বাড়ানো একটি গণদাবি। আর চাকরির বসয়সীমা ৬২ করার বিষয়ে আমি একমত। এ বিষয়ে একটি নীতিমালা (পেনশন নীতিমাল) করা হয়েছে, যেটি প্রক্রিয়াধীন।’

এছাড়া বেতন স্কেলের বিষয়ে উপাচার্য বলেন, ‘আমরা এ বিষয়ে একটি কমিটি করেছিলাম। কমিটি সুপারিশ করছে, যেহেতু দাবিটি কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে সেহেতু একটি সুনির্দ্দিষ্ট নীতিমালা করে বিষয়টি দেওয়া যেতে পারে। সিন্ডিকেট সেটি গ্রহণ করেছে। তাই এ বিষয়ে আমরা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে সিদ্ধান্ত নেব।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //