পরীক্ষা না নিয়েই ক্লাস শুরু করবে ঢাবি

মহামারি করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে শিক্ষার্থীদের সেশনজটে পড়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে পরীক্ষা না নিয়েই অনলাইনে পরবর্তী সেমিস্টারের ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

ঢাবি ডেপুটি-রেজিস্টার মুন্সী শামস উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সম্প্রতি সব বিভাগ ও ইনস্টিটিউটকে পরের সেমিস্টারের ক্লাস শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয় থেকে এক নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে বলা হয় অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন।

দেশে কভিড-১৯ ছড়িয়ে পড়া রোধে গত ১৫ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরে সরকার ঘোষিত শাটডাউন দীর্ঘায়িত হওয়ায় জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ইউজিসির নির্দেশনা মেনে ঢাবিতে অনলাইনে ক্লাস নেয়া শুরু হয়েছে।

এদিকে, ঢাবি ভিসি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ক্ষয়ক্ষতি কমাতে আমরা পরবর্তী সেমিস্টার ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে ঢাবি ভিসি বলেন, ভার্চুয়ালি পরীক্ষা নেয়ার মতো আমাদের কাছে কোনো বিশ্বাসযোগ্য সফ্টওয়্যার নেই। আমরা অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে ভাবছি না। বিশ্ববিদ্যালয় পুনরায় খোলার পরে পরীক্ষা নেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //