জুলাইয়ের প্রথম সপ্তাহে ৪১তম বিসিএস প্রিলির ফল

আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের যেকোন সময় ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। যদিও চলতি মাসেই এই ফল প্রকাশের কথা ছিল। কিন্তু নানা কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার পর প্রায় ৩ মাস পার হয়ে গেলেও করোনাসহ নানা কারণে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) পক্ষে এখনও ফল প্রকাশ সম্ভব হয়নি।

এ ব্যাপারে রবিবার (১৩ জুন) কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমেদ বলেন, ফল প্রকাশে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এটির কার্যক্রমও চলমান রয়েছে। তবে ফল প্রকাশে প্রায় এক মাস সময় লাগতে পারে। এক্ষেত্রে জুলাইয়ের আগে সম্ভব নয়।

তিনি আরো বলেন, করোনাভাইরাসের প্রকোপের কারণে একটি বড় সময় পিএসসির কার্যক্রম শিথিল ছিল। এ জন্য এই ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। পাশাপাশি একাধিক বিসিএস ক্যাডার, নন ক্যাডার নিয়ে কার্যক্রম চলছে। কর্মকর্তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। খুব শিগগিরই ফল দেয়ার জন্য চেষ্টা করছি ।

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চলতি বছরের ১৯ মার্চ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন; প্রফেশনাল ও টেকিনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //