জাবিতে বহাল থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ  বহাল থাকছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একই সাথে এবারের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে সিদ্ধান্তও গৃহীত হয়েছে সভায়।

সভা শেষে জাবি শিক্ষক সমিতির সম্পাদক  ও ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. মো: মোতাহার হোসেন জানান, সভার অধিকাংশের মতামতের ভিত্তিতে দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ বহাল থাকছে। 

তিনি আরও বলেন, ২০২১-২২ শিক্ষা বর্ষের ভর্তিচ্ছুরা  এইচএসসিতে যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছে  সভায় সেই সিলেবাস যথাসম্ভব অনুসরণ করে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //