আসছে একমুখী শিক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষার নতুন কারিকুলামে একমুখী শিক্ষা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, গোড়া থেকেই ভাষা শেখায় সমস্যা রয়েছে। বর্তমানে শিক্ষা যে কতমুখী তার শেষ নেই। যে যেই মাধ্যমেই পড়ুক, সবাই যেন একটি জায়গা পর্যন্ত একই ধারার শিক্ষা লাভ করতে পারে সে চেষ্টা চলছে। নতুন কারিকুলামে একমুখী শিক্ষা চালু হতে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী আগে থেকেই একমুখী শিক্ষাব্যবস্থার কথা বলে আসছেন। শুক্রবার তিনি আবারো এ বিষযের ওপর জোর দেন।

ওই আলোচনা অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান সভাপতিত্ব করেন। শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমানসহ আরো অনেকে অনুষ্ঠানে ছিলেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //