শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা যেন নিজেদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন পরিদর্শনের সময় এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসসময় শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মেধায় যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান ডা. দীপু মনি। তিনি বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে।

পরিদর্শনকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম জমশেদ আলীর পুত্র আনছার আলী, মেয়ে সংগীত শিল্পি সুজানা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষামন্ত্রীকে মুক্তাগাছা উপজেলা প্রশাসনের মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি এদিন সরকারি আরকে উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের শীতকালীন খেলার উদ্বোধন করেন। এ ছাড়া মুক্তাগাছা মহাবিদ্যালয় ও সরকারি শহীদ স্মৃতি কলেজের নির্মিত ভবন পরির্দশন করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //