৪২তম বিসিএস: নন-ক্যাডারের ফল প্রকাশ

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ থেকে এমবিবিএস শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নন-ক্যাডার ১ম শ্রেণি (৯ম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (১৪ আগস্ট) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে।

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার এমবিবিএস শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নন-ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) ২৭টি শূন্য পদে নিয়োগের জন্য সাময়িক সুপারিশ করা হয়।

সুপারিশ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কর্ম কমিশনের এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রসঙ্গত, ৪২তম বিসিএস (বিশেষ) এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯১৯ জন।

এর মধ্যে নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী ১ হাজার ৮১৪ জন প্রার্থীর মধ্য থেকে ইতোপূর্বে গত ২৯ মার্চ ৫৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //